বিষণ্ণ বেলা
//////////////
শিরিসের পাতা গুলো মুদে রয়েছে
সন্ধ্যা সমাগত,
পশ্চিম দিগন্তে অমল আলো
মেঘের মাঝে উঁকি দেয় ক্রমাগত।
দল বেঁধে পাখিরা
পাহাড়ের মাথায় এঁকে যায় বৃত্তের জ্যা
যেন পেয়েছে কোনো অলৌকিক বিদ্যা।
ভাবতে ভাবতে সূর্য গেল অস্তাচলে
খোলা জানালা দিয়ে তাকিয়ে আনমনে।
হিমেল হওয়া ছুঁয়ে যায় চোখ মুখ
ভিজে যায় পরনের বসন-
ভিজে না অন্তর, ভিজে না অস্থির মন।
দূরের হাইপার আইল্যান্ড আসে চোখের গোচরে
বোটে ফিরে যায় নাবিক শ্রমিক
ক্লান্ত শরীরে দূরে আরো দূরে ।
কই সে তো এলোনা
যাকে মন খোঁজে দিনে রাতে প্রহরে প্রহরে।
রকমারি আলোয় সেজে উঠছে নগরী
রং বেরঙের নানা সাজে পর্যটক পথচারী।
অবসন্ন নয়ন
রংবে রং ছবির সাথে হতে চায় অভিসারি।
পোড়া মন তবু বলে আরো কিছুকাল অপেক্ষা করি।
কানে আসে নগরের রঙ্গমঞ্চের
কুশী লবের আওয়াজ
কৌতুকে ব্যঙ্গ করে জীবন
উদাসী মনে নেই কোনো রস আজ।
তবু অবচেতন মন
বিবসি নয়ন
খুঁজে যায় চরাচরে
যদি আসে কোনো দিন সে
এই পোড়া মনের ঘরে।।