বিচার চায় আর জি কর
////////////////////////
কেউ বিকেছে মেরুদণ্ড হাজারে
কেউ বা বারো'শয়
কেউ বা
সিন্ডিকেটের রমরমা বাজারে।
বোবা বধির বঙ্গ সমাজ
জীভ যে সবার আড়ষ্ট
লোভের ফাঁসি কাষ্ঠে দিয়েছে বিবেক
নারীর সম্ভ্রম ভুলুন্ঠিত
ঘরে বাইরে মাঠে ঘাটে
হাসপাতাল হতে কর্পোরেটে
নারীর সম্ভ্রম নিয়ে যায় লুটে
মোহতরমা,মহাশয়ার
তবুও কি জ্ঞান চক্ষু ফোটে

ইতিহাসে'র ঐতিহ্যের পাতায়
সম্ভ্রমের যে নাম লেখা ছিল
রাধা গোবিন্দ কর
দেওয়ালে দেওয়ালে কক্ষে ও কোণে
জনসমক্ষে বহন করছে
কুকীর্তীর সাক্ষর ।
মোহতরমা,মহোদয়া
দশ লক্ষ বেঁধে দিলেন রেট
আবোল তাবোল বাক্য বাণে
ছড়িয়ে দিচ্ছে শোষণের বীজ জনমনে
প্রহসনে মোহতরমা কিনতে চায় জনগণ
ডায়ে বাঁয়ে চক্রবুহ্য বানিয়ে রাখে
বিকিয়ে যাওয়া কাঠপুতলি প্রশাসন।
জনস্রোতে জাগরণের
ঢেউয়ে যে আজ জনগণ।
ঘরে ঘরে মায়ে মেয়ে তুলেছে রব
বিচার চায় আর জি কর।

দলে দলে জনস্রোতে
সাধবা থেকে বিধবা
আট থেকে  আশি
তাদের দলে আমিও আছি।
যার কোল খালি হলো
সেই জানে যন্ত্রনা
আর করো সাথে না যেন জোড়ে এই নাম
নির্ভয়া ,অভয়া বা তিলোত্তমা।
হয়েছে অনেক আন্দোলন
মোমের আলোয় রাত জাগা।
ধরো সংহারি রূপ
হও কালী হও চামুন্ডা কিংবা দুর্গা।
যারা হাজার ,বারোশয়
আছো চোখ মুদে
মনে রেখো তোমারও মেয়ে
আজ নেই নিরাপদে।
জাগো জাগো হে বঙ্গ সমাজ
কবে আর জাগবে
ঘুমিয়ে থেকো না আর
এই তো সময় জাগবার।
করো পাপীদের সংহার
সমস্বরে বলো আওয়াজ তোলো
মাটিতে মিশেযে দেবো
বিক্রিত সমাজের বুকে
আছে যতো বিকৃত বর্বর
কারণ শুধু একটাই
বিচার চায় আর জি কর।

শোন'রে পুলিশ শোন'রে চটি চাটার দল
বিচার তোদের হৰেই
হওয়ায় নোড়ছে ধর্মের কল।
মায়ের কোল খালি করে তোরা
পূরণ করেছিস পাপের ঘড়া
তোদের রাজদন্ড
ব্যভিচারে ভরা আগাগোড়া।
স্বৈরাচারীর রাজ্যপাটে
বানিয়েছিস খুড়োর কল
বাড়িয়েছিস হার্মাদ বাহিনীর বাহুবল
উড়ছে ঘুড়ি উল্টো পথে
হাতের লাটাই গেছে ছুটে
বিষয় যে ভীষণ স্পর্শকাতর
জনতার দাবি একটাই
বিচার চায় আর জি কর।