বেদনার মধ্যে প্রেম আছে
////////////////////////////
তিন মাথার বাঁকের কাছে
সেই কদম গাছটা আজও দাঁড়িয়ে আছে
কদম তলায়
নকশা আঁকে ঝরে পড়া ফুলের বাহার
যেমন করে ছেয়ে আছো
হৃদয় জুড়ে তুমি আমার।
পুরনো সেই পুকুরটা
তার সাথেও কত স্মৃতি মধুময়
গোধূলির বিকেলে
পাড়ে বসে কেটেছে কত সুখের সময়।
পুকুর ঘাটের কিছু ইঁট হারিয়ে গেছে
তোমার আমার কত স্মৃতি
ওদের সাথেও জড়িয়ে আছে
পুকুরের ওই ঈশান কোনে
ফনিমনসা বেড়েছে সারি সারি
যেমন করে আমার বুকে
বিঁধে আছে তোমার স্মৃতি রঙ বে-রঙের রকমারি
হারিয়ে গেছে পূর্বদিকের সেই মোহময়ী হাস্নু হানা
যেমন করে তুমি হারিয়ে গেলে আর এলেনা।
পুকুরের ওই শান্ত জলের দিকে তাকিয়ে দেখি
আজ আর যুগ্ম নয়
প্রতিবিম্ব শুধু এই পোড়া মুখীর
জানো আকাশ..
সব কিছু ভুলে থাকতে চাই
ভুলে থাকার মধ্যে বেদনা আছে
আর সেই বেদনার মধ্যে একটা চিরন্তন প্রেম আছে
আজও তোমার জন্য..