বাসন্তী রং
/////////////
ওই মায়াভরা মুখে
আগুন ধরানো ঠোঁটে
চোখে চোখ দিয়ে
হাতে হাত রেখে
ভেবেছিলাম চলবো একসাথে।
স্বপ্নগুলো দেখেছিলাম
কোনো এক বসন্তের প্রাতে
মাঝে কেটে গেছে ছাব্বিশ টা বছর নিঃশব্দে
স্বপ্ন দেখার আজও হয়নি অন্ত
মনের আঙিনায় আজও ধরা দেয়নি বসন্ত।
ফেলে আসা স্মৃতি গুলো
হামাগুড়ি দিয়ে
ভেসে বেড়ায় মরীচিকা জোছনায়।
পাথর চাপা বুকে
তোমার মুখখানি
ধরা দেয় বিবর্ন মনের আঙিনায়।
তোমার দেওয়া
"মন খুঁজে যায়" বইটা পেলাম,
সাথে ছাব্বিশ বছর আগের বট পাতাটাও
পেলাম কয়েকটা পাতার তলায়।
পাতার উপরে লেখা দুটো লাইন
আমার আকাশে মিশে থাক বাসন্তী রং।
জানিনা তোমার আকাশে
বাসন্তী রং মিশেছে কিনা?
তোমার প্রিয় বাসন্তী রঙের শাড়িটা
আজও তোমায় দেওয়া হয়নি
যেটা ছাব্বিশ বছর আগে হয়েছিলো কেনা।
গোধূলির বাসন্তী রঙ
ছুঁয়ে যায় ফিরতি পাখির ডানা
তোমার আকাশের আকাশে
বাসন্তী রং আজও অধরা।
যার নেই কোনো ঠিকানা।