বসন্ত এসেছে দ্বারে
///////////////////////

পাড়ায় বসেছে এক জলসা
এসেছে কিছু সুন্দরী,তন্বী নৃত্য পাটীয়সী
কটীদেশ,নিতম্ব,উদর দুলিয়ে নাচে তারা সালসা।
খুশির লহর বইছে দিনে রাতে
গ্রামে গঞ্জের প্রান্তরে
শীতের রুক্ষতায় বসন্তের
বাতাস লেগেছে সবার মনের ঘরে।

তারই স্রোত বইছে দিকে দিকে চতুর্দিকে
এতদিন জীবনে নাকি ছিলনা কোনো বসন্ত
শুষ্ক খরায় জীবন বইতো উল্টোদিকে।
এখন সকাল সন্ধ্যে ধেয়ে আসছে  
উষ্ণ বাতাসের সুরভী গোলা
উষ্ণতা উপভোগের জন্য মুখিয়ে সবাই
ব্যস্ত সবাই, হুড়োহুড়ি ঠেলা ঠেলি
এযেন চলছে হরি লুটের খেলা।

নাচছে সবাই গাইছে সবাই
সবাই মজা নিচ্ছে বাহুতুলে।
ঘুরছে ভুবন,দুলছে মাথা সবাই আছে
নেশার ঘোরে চোখ মুদে।
তরুণ তাজা মাঝ বয়সী বুড়ো সবাই আছে স্বপ্নে ডুবে
এখন দলে ভিড় করেছে কচি কাঁচা সদ্য পাকা খুদে।

কল্কে ধুঁয়ায় দিয়ে সুখ টান
রঙ্গিন তরল করছে পান,
কলকলিয়ে যাচ্ছে বয়ে গলার সরু নালি দিয়ে।
উষ্ণ বায়ুর উষ্ণ স্রোতে পরশ পাথর দেখছে চোখে
স্বর্গসুখে মন ভরে যায়,
যখন সুরভী নাসিকা প্রবাহয় যায় মিশে ।

সবাই সুখের টানে মাতোয়ারা,
উল্লাসেতে করছে খুশি উদ্ যাপন।
আজ যে কলসি শীতল সুধায় ভরা
কাল সে তো হবে গরল পেয়ালায় সমাপন।
তখন কি আর কেউ
রইবে পড়ে?
অশ্রু সজল যাত্রাপালার করতে শুভ উদ্বোধন।