বাঁধো নতুন করে
/////////////////////
আজি মোরা একত্রিত সবাই
বর্ষ বরণের টানে
আকাশ বাতাস মুখরিত গুঞ্জরিত নব পত্রিকার আহ্বানে ।
খুশির বাতাস বইছে সবার মনে সবার প্রাণে।
পলাশ রাঙা ,শিমুল রাঙা ,রাঙা রাধা চূড়া
কেন ভাবিস মনপোড়া তুই
কপাল পোড়া তুই ,তুই সৃষ্টি ছাড়া!
শিশির সিক্ত ভূমি
নব দুর্ব্বাদলে লেগেছে শিউলির সুঘ্রাণ।
পত্রে পত্রে মর্মর ধ্বনি জাগে
কানে আসে কোকিলের গান।
মাটির সোঁদা গন্ধ জাগায় প্রভাতের আলো,
মুছে যাক মনের যত আবিলতা
জরা জীর্ণ কুজ্ঝটিকার কালো।
আগামীর চলা শুরু হল বর্ষবরণের তানে
নতুন আশার আলো জ্বলুক আবাল বৃদ্ধ বনীতার মনে।
অসারতার স্তুপে গড়ে উঠুক স্বপ্নের পাহাড়
একই সুরে চলব মোরা ধরো হাতে হাত।
ধূলি ধূসর বিবর্ণ ধরার বুকে
আছে যত বিভেদের কালো প্রাচীর
করব মোরা জয় ছড়িয়ে দেব আলো
গড়ব মোরা গর্বের নজির।
বর্ষবরণের স্রোতে ভাসিয়ে দাও
পাষান বুকে জমে থাকা
বেদনা কান্না কষ্ট
জাগো ওঠো নতুন করে স্বপ্ন বাঁধো
আর সময় করোনা নষ্ট।