বাজাও তোমার বীণা
##############
রাত গভীর হয়েছে
ভোর হতে আরো বাকি আছে
শিশিরের টুপ টাপ শব্দ কানে আসে
কালপেঁচা উড়ে যাওয়ার আগে
বিষাক্ত গরল শব্দে বাতাসে ভাসে
উদ্ধত প্রদীপ শিখা আজ
লকলকে আলোর প্রভায় নিবু নিবু
পসরা সাজিয়ে রাত পরীরা
সভ্যতার প্রাণ হাবুডুবু
প্রবাহে স্রোতে ছড়িয়ে যাচ্ছে অন্ধকার
হাত দুটো ধরে টেনে নেই কেউ তোলার
বিবেক দংশন শব্দটা-
ঝাঁঝরা বুকে কুরে কুরে খাচ্ছে
অস্থিমজ্জারক্ত বিন্দু ঘুণপোকা শুষে নিচ্ছে

বাঁচার লড়াইটা হচ্ছে
তীব্র তীক্ষ্ণ চরম থেকে চরমতর
আবহমান কালের শঙ্খধ্বনী -
আজ ক্ষীণ থেকে ক্ষীণতর
প্রবীণ নবীন প্রজন্ম
ঘুনধরা সমাজে জর্জরিত
ভোর এখন সমাহিত
শিউলির গন্ধ প্রভাতফেরির গান
সবই আজ কথাকাব্য
ঘুণপকায় আক্রান্ত ঘুনধরা -
সমাজে সবাই মাথা উঁচু করে নব্য সভ্য
কানপাতলে শোনা যায় না
ঝরে পড়া শিশির বিন্দুর শব্দ
রাত গভীর হয়েছে -
এভাবেই হয়তো পেরিয়ে যাবে অব্দ-শকাব্দ ।

হাঁক দাও ডাক দাও উদাত্ত কণ্ঠে,
রাত পাহারায় যারা-
নিশ্চিন্তে ঘুমিয়ে ।
মাঝি কোষে ধরো হাল বজ্র হস্তে
ডুবছে জাহাজ মাস্তুলটাও যাবে ডুবে
গঙ্গার স্রোতে মিশেছে ময়লা প্রবাহ স্তব্ধ
ধরো হাত প্রতিজ্ঞা করো স্ফটিকের মত হব স্বচ্ছ,
ঝর্ণার জলের মতো হব নির্মল বিশুদ্ধ।
রাত গভীর হয়েছে রাত পরীরা পসরা সাজিয়ে
প্রদীপ শিখা লকলকে আলোয়  নিবুনিবু
ভোর হতে আরো বাকি
সভ্যতা আজ হাবুডুবু
কল্লোলিনী জনস্রোতের স্লথ হয়েছে গতি
পায়ে পা মিলিয়ে চলার সবুজ সমাজের
বিগড়েছে মতি
অন্ধকার আজ গলি থেকে রাজপথ
আদর্শের পথ -বিপথে
ভুলেছে সোপান শপথ

ইতি হতে হতে চিরতরে
মুছে যাবে সভ্য বিন্দু
রাত গভীর হয়েছে,
রাত পরীরা পসরা সাজিয়ে,
ভোর হতে আরো বাকি-
জাগোওঠো বাঁচও প্রানের সত্য
সাজু রুপাই সিন্ধু