বৈদিকা
########

খুব ইচ্ছে করে,সেই হাসি খুশি
মানুষটার কাছে,আবার  ফিরে যাই ।
নতুন করে কিছু পাই আর না পাই
ভালোবাসার নামে!ভালো মানুষটার সাথে
ঘেন্না মিথ্যা দিয়ে আজীবন অভিনয় করে গেলাম।


সে শুধু ছিল আমার প্রয়োজন
কখনো ছিলাম না,তার প্রিয়জন,
সে হয়তো কাঁদে,কষ্ট পায়,
আক্ষেপ করে,অপেক্ষা করেনা আর,
বুঝি সময়ের সাথে মানিয়ে চলে?
সে কি বিশ্বাস ঘাতক বলে?

তার চুপকরে থাকার মধ্যে থাকতো
নিখাদ ভালোবাসা,
হাজার রাগ, অভিমানের পরেও,
ছেড়ে থাকতে পারতো না,অপেক্ষা করতো।
সহজ সরল ছিল তার মনের ভাষা ।

বিশ্বাস, ভরসা,ভালোবাসা সবই হারিয়েছি,
অজান্তে?অকারণে? উত্তর টা বোধয় না,
সবই ছিল আমার ইচ্ছার।স্বপ্ন পালিয়ে যায়নি,
ভেঙে যায়নি,শুধু সময় বদলে গেছে।
স্বার্থপর -বেশি করে স্বার্থপর
হতে শিখে গেছি।

কল্পনায় নয় বাস্তবে,
আর একবার তোমার সাথে
তোমার হাত ধরে বাঁচতে চাই,
তোমাকে ভালোবাসার জন্য নয়
তোমার ভালোবাসা আজও কাঁদায়,ভাবায়।
মেনে নেবে কি? যদি কখনো ফিরে যাই।

তোমার কথাগুলো কানে বাজে,
সময় বদলায়,তার চেয়ে মানুষের মন
বদলায় আগে,
বলতে বিষাক্ত বিষের চেয়ে বিষাক্ত,
মিথ্যে ভালোবাসা।
মনের দরজা ফালিফালি করে-জাগরণ?

তোমার সাথে ফেলে আসা দিন গুলো যথেষ্ট,
ভালোবাসা বোঝার জন্য।
সব কিছুর মধ্যে একটা জিনিসের খুব
দরকার ছিল,
কেন ?
যা কখনই বলতে না।
কখনো জিজ্ঞেস করলে
আজ বেঁচে যেতাম।

এ বাঁচা কখনো চাইনি,
চিরদিন তুমি নিশ্চুপ,ভীষণ কঠিন।
অন্তরে কখনোও প্রবেশ করিনি ,
মুখ দেখেও কখনো বুঝতে পারিনি।
তোমার প্রেম ছিলোনা স্রোতের মোহনা,
মোহ না বুঝতে ভুল হয়েছিল কেন জানিনা।

গতিহীন স্রোতের মতো
জীবন বয়ে যায় আঁকাবাঁকা,
আকাশ,তোমার অপেক্ষায়
আজও  তোমার বৈদিকা ।