বাজলো তোমার আলোর বেণু
///////////////////////////////////////
লাগলো তোমার দুত্যির ছ্বটা
মম হৃদয় গহ্বর মাঝে।
দিন কাটে না রাত কাটেনা
সুরের বীণায় তোমার সুর-ই বাজে।
আলোর জ্যোতি কালোয় মিশে
কালো করলো জয়।
মনের ঘরে হৃদি মাঝে তবু
এত কালো কেন জমে রয়?
বনানীতে বনানীতে তব
প্রেমবাণীতে যে কথা গুঞ্জরিত হয়,
কুসুমে কুসুমে কমল কাননে
তব যে প্রেম সুধা অহঃরহঃ বয়।
তাহারি একটি বা দুটি কনা
যদি পড়ে ঝরে মম অন্তর ভূমে।
সার্থক হবে জনম আমার অকালে যদি যাই,
বা যাই যদি কালের নিয়মে।
পন করেছি নতুন ঊষার দেখবো আমি আলো,
কালোয় কালোয় আরো জমুক
বেশি করে কালো।
তোমার চরণ তলে,
তোমার আঁতুড় ঘরে যে
প্রেমসুধা দিয়েছো ঢেলে।
সেই স্রোতে মিশে যাবো ডুবে যাবো
একবার শুধু পেতে চাই তোমার দ্যুতির আলো।