বাবা এলো ছেলে এলোনা
::::::::::::::::::::::::::::::::::::::::
খোকা কি করিস ঘরে বসে বসে,
ব্যাগটা নে হাতে বাজার
থেকে আয় ঘুরে।
চাল নেই ,ডাল নেই,ঝাল নেই
রান্নার তেলও হয়েছে শেষ।
তোর বাবা সেই বেরিয়েছে
কোথাও আড্ডা দিচ্ছে বেশ।
খোকা তাড়াতাড়ি যা দেরি
করিস না আর ,
দেরি করলে রান্নার বেলা
বয়ে যাবে আজ।
আসার পথে মংলা কাকীর
ঘরটা ঘুরে আসিস।
দু তিন দিন হল কাকীর বেড়েছে
বাতের ব্যাথ্যা আর কাশি।
মা গলা খেঁকিয়ে বলে
এখন তোর বাবা এলো না,
তুই এক বার যা বাবা
জোরে জোরে পা চালা,
এখনো রান্না আমার হলনা।
বাজার মাঝে তুমল গন্ডগোল
দুই পক্ষের লড়াই বেঁধেছে।
তারি মাঝে জনতা দিশেহারা
যে যেদিকে পারছে ছুটে চলেছে।
হঠাৎ করে একটা গুলি
লাগলো অপুর বুকে,
লুটিয়ে গেল মাটির পরে
শুধু মা শব্দ মুখে।
পুলিশ এলো জায়গা খালি হলো
পালিয়ে গেল ?
লুকিয়ে গেল?
দাঙ্গা বাজের দল।
প্রাণ গেল ! যার গেল তার গেল!
আমজনতা দেখছে ,যেন খুড়োর কল।
ঘরের দাওয়ায় মা বসে,
খোকার পথ চেয়ে,
কখন আসবে খোকা বাজার নিয়ে।
বেলা বাড়ল দুপুর হলো,
বাবা এলো ফিরে
এখনো ছেলে এলোনা ঘরে।