অস্তরাগ
///////////////////////
নির্যাস নিঙড়ে নেওয়া শেষ অংশটুকু-
গলিত বিগলিত মন্ডের মানদণ্ডের তলায়,
পরিশ্রুত পরীক্ষা-
জীবনের শেষ বেলায়।
গোচারণ ভূমি,গোষ্পদের আঁকিবুঁকি
নক্সায় হয়েছে চিত্রিত,
খেয়ালি মনের বেখেয়ালি উচ্ছাস  
করেছি বিচিত্র বৈচিত্রে একত্রিত।

কাগজ ফুলের সব রঙ মিশে গেছে
গোধূলির ফিকে রঙে।
মাছ রাঙা খুশিতে লেজ নেড়ে
হয়েছে আপ্লুত আরো
বেশি রঙচঙে চনমনে।

পদ্ম পাতায় স্ফটিকারে জমেছে জল,
রৌদ্র শিখায় করছে জ্বলজ্বল,
অহংকারের হাসি?
লুকিয়ে আছে অস্থিরতা
অহঃরহঃ টলমল।
হাওয়ার দোলায়,তরঙ্গের খেলায়
হবে অহংকারের স্খলন।

নির্যাস জমাট হতে হতে
রঙহীন,স্বাদহীন,গন্ধহীন গাঢ়!
জীবনের দালানে ধরেছে ক্ষয়,
কড়ি বর্গায় ধরেছে ঘুন।
বোধহয় সব শেষ-
অন্তিম প্রস্থানের সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে।

পরীক্ষা সমাগত আতস কাঁচের তলায়,
দিবাকর অস্তাচলে,
সবার পিছনে-
দাঁড়িয়ে গোধূলি বেলায়।
মাছরাঙা উড়ে গেল নিজের গরজে!
খুশির আনন্দে?
আহারের সন্ধানে?
না মহাকালের ডাকে সাড়া দিয়ে?