অস্ত রাগের গলি
/////////////////////

মুখে আজ নেই কোনো ভাষা
বুকে নেই কোনো জমানো ব্যথা।
ধমনীতে নেই আর গরম রক্ত প্রবাহ
অন্তরে আজ স্রোত হীন শান্ত আবহ।
উষার আলোয় যে দিনের শুরু হয়েছিল
এখন সে গোধূলিতে ,
নিভু নিভু অমল আলোয় সব কিছু
ধুয়ে যাবে ওই দূরের সরু গলিতে।

দূর দিগন্তের সাদা মেঘে
সাদা বলাকার দল ক্রমশ মিলিয়ে যাচ্ছে!
ওরা কি পথ ভুলে গেল?
ওরা কি কুলায় ফিরে গেল?
ওদের ডানার শব্দ কানে আসে না!
এগুলো আর ভাবায় না।

এখনও মেঘের গায়ে রং আছে
আকাশের গায়ে ওরা কত ছবি আঁকে ।
আমি শুধু চেয়ে রই
গোধূলি আকাশের হলুদের বুকে।
যেখানে সরু গলিটার শুরু-
দৃষ্টি ভেসে যায় মেঘের সেই ফাঁকেফাঁকে।
অন্তরে-মর্মে ধ্বনিত হয়
সাদা বলাকাদের শেষ ডাক।
যেখানে মিলিয়ে গেল ওরা
ঝাঁকে ঝাঁকে এঁকে বেঁকে।

আমি তাকিয়ে রই আনমনে
ওই গোধূলির পানে -
সূর্য্য উঠুক বা নাই উঠুক
দূরের ওই সরু গলিতে অস্ত নিশ্চিত
শুধু এই মন জানে।