আশায় আছি বৈশাখী ঝড়ের
************************
জমে থাকা যন্ত্রনা গুলোয়
ধুলে জমে গেছে
ফুঁ দিলেও যায় না
যন্ত্রনা গুলোয়
হাজার বছরের পুরানো
পাণ্ডুলিপির মতো পোড়া মাটির রং ধরেছে
পাললিক শিলার মতো
একে অপরের সাথে জড়িয়ে আছে।
একটু নাড়াচাড়া করলেই ভেঙে চুরমার হয়ে যাবে
এই ভেবে ভেবেই চলছে
শম্বুক গতির জীবন।
জমছে ধুলো
স্তরের উপর স্তর
ভাঙছে না বাড়ছে যন্ত্রনা
আশায় আছি কবে আসবে  বৈশাখী ঝড়।