আসবো অন্য কোনো দিন,
//////////////////////////////////////
ক্লান্তদিন,ব্যস্ত শহরের পথে
আমিও ক্লান্ত
অবসন্ন মনের অন্ত:কোনে
পদে পদে প্রতিচ্ছবি।
নিঃসঙ্গ রাতির সঙ্গী একাকী,
নির্জন পথ আর নিদ্রাহীন মম চোখ।

ব্যস্ত পথের জনস্রোতে
হাজার হাজার মুখ
সবার মাঝে,সবার থেকে আলাদা
তোমার দুটি চোখ।
উতল হওয়ায় হারিয়ে গেছে  
হিয়া মাঝের সুখ।

আঁধারের অধরা কুয়াশায়
শরীরের শক্তি যখন হারায়।
ঝুঁকে যাওয়া অশক্ত মেরুদণ্ডে,
কোনদিন যদি দাঁড়াই তব দ্বারে,
দরজা খুলবে কি?
সরিয়ে দেবে অপরিচিতের দলে?
তমশা,তন্দ্রায়,আবেশে,অবশে
সে আসে ঘুরে ফিরে,
শিরা উপশিরায়, মিশে আছো
রক্ত,ধমনীতে।

কত বার ভেবেছি ফিরে যাই
একবার তাঁর কাছে।
সে কি এখনও অপেক্ষায় থাকে?
সে কি আজও বসে -
খাবার থালা সাজিয়ে?
সে কি আসবে-
হাতে বুনা তালপাতার পাখা নিয়ে?
সে কি আজও
প্রদীপ জ্বালায় অস্তমিত
প্রভাকরের লাল আভায়।

মনে এখনো আছে সংশয়
আজ নয় -
ফিরবো অন্য কোনো দিন।
যেদিন থাকবে না কোন ভিড়,
থাকবে না কোন জন সমুদ্রের ঢেউ।
থাকবে না তোমার ব্যস্ততা,
আসবো তোমার শান্ত মনের অগোচরে।

শুধু থাকবে শিশির সিক্ত
গন্ধহীন কিছু শিউলী ফুল উঠোনে।
থাকবে আমার
উন্মুক্ত দু নয়ন  আর
আমার নিথর দেহ।
শেষ বারের মতো তোমায় দেখার অপেক্ষায়।
শেষ বারের মতো এসো,
শুধু ঢেকে দিয়ে যেও একটা সাদা কাপড়।