আর্তনাদ
############

দূর হ'ল গোধূলির কালো,
প্রদীপ ছটায় -
তুলসীর মূলে এলো আলো ।
পিপিলিকার পালক !
খুলে গেল নীরবে,
শালিক ভীড় জমিয়েছে
বাদলা পোকার আসরে ।

শঙ্খ ধনীর তরঙ্গ কানে এলো
সন্ধ্যার আর বাকি নেই-
লাল পাড় সাদা শাড়ীতে
গ্রাম্য রমনী ব্যস্ত
শরৎ সন্ধ্যার আবাহনে ।

দুর্গার ঘরে -
এখনো অসুরটা ব্যাস্ত
লালসার লালায় আষ্ঠেপিষ্ঠে
কুরেকুরে ছিঁড়ে খেতে ।

দুর্গারা আজ
ঘরে বাইরে শহরে ,নগরে
পথে ,প্রান্তরে ,শঙ্কিত,
অসুরগুলো চারা থেকে
মহীরুহে পরিণত ।
উদ্গিরিত লোভের  লালায়
দুর্গা আজ অসহায় পরাজিত ।


শিশিরের ভারে ঝরে যাওয়া -
শিউলির সুগন্ধ ভোরের
আকাশে ভোরে গেছে।
অসুর টা আজও বিদ্যমান
চাওয়া পাওয়ার খেলায়
এই শহরে
দুর্গা আজ বেমানান ।