আর্টপেপারের মুখ।
////////////////////////
ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেল
ঘরের কুঠি
সামনের বাগান
নিজের নিঃশ্বাসের শব্দ কানে আসে।
জানালা খুলে দিতেই
পশ্চিমী ঝঞ্ঝার মতো হাওয়া এলো
বই,খাতা পেন্সিলের পড়ে যাওয়ার আওয়াজ পেলাম।
পায়ে পায়ে এগিয়ে গেলাম
উপুড় হওয়া আলমারিটার পাশে
একটা আর্টপেপার আর কয়েকটা পেন্সিল পড়ে আছে।
ধুলো ঝেড়ে দেখলাম
চায়ে চুমুক দেওয়া
আধা অধুরা তোমার ছবি।
ছবিটা আজও সম্পুর্ন হলো না।
দশ বছর আগে ছবিটা হারিয়ে গিয়েছিলো,
যেমন করে তুমি হারিয়ে গেছো দশ বছর আগে।
আজ তোমার পঁয়ত্রিশতম জন্মদিন
আমার বুকে
পঁয়ত্রিশ হাজার
পঁয়ত্রিশ লক্ষ
পঁয়ত্রিশ কোটি কাঁটা বিঁধে যাওয়ার যন্ত্রনা-
আরো বেশি বোধহয়।
পেন্সিল গুলো আর
কখনো মনের আবেগের অনুরাগের বশে আসলো না।
তাই চায়ে চুমুক আর হাসিমুখ
আজও আধাঅধুরা হয়ে-
আর্ট পেপার,মনে গেঁথে আছে।
এটাই বড় প্রাপ্তি আর সুখ।