অপেক্ষা একটা স্ফুলিঙ্গের
////////////////////////////
সমুদ্রের অতল তলেও
উঠছে বালুঝড়
সেখানেও বইছে বহুমুখী চোরাস্রোত।
তোমার বিজয় কেতনেও লেগেছে ঘূর্ণিপাক
বাড়াগ্নি,দাবানল,লাভাস্রোত
আজ এক সরল রেখায়
একমুখী ।
বঞ্চনার অনলে যাদের শিরা উপশিরায় কালসিটে দাগ
তারাও আজ এক সরলরেখায়।
অপেক্ষা শুধু একটা স্ফুলিঙ্গের।