অপরাজিতা ও হাস্নুহানা
//////////////////////////////
সামনের হাস্নুহানায় পাকিয়ে পাকিয়ে অপরাজিতা
বেশ জড়িয়ে ধরেছে,
বিকেলের মিঠে- মৃদু বাতাসে ,
নীল পাঁপড়ি গুলো খুব সুন্দর মাথা নাড়ে।
ওরা কত কথা বলে জানো।
ঠিক তোমার মত।
কলকলিয়ে বলে ,খিলখিলিয়ে হাসে।
আমি তাকিয়ে থাকি,
মন নয়নে কখন যে ,বসে যায় অপরাজিতা।
সোহাগের সিক্ত বাতাস মন ছুঁয়ে গেল
বুকের পাঁজরের ভিতরটায়
মোচড় দিয়ে যায় তোমার বলা দু চার লাইন ।।
তারায় তারায় নয়ন তারায় আমি অধরা
অক্ষিপল্লবে দিয়ে যাই প্রেমের পরশ ঢেলে
পল্লবে পল্লবে চকতি আবেগে
কানে ভেসে আসে তোমার হাসি,
পথ পানে তাকিয়ে থাকি আঁখি যুগল মেলে।
আমি অপরাজিতা,
প্রেমেও নীল,আবেগেও নীল,
বর্ষায় নীল ,গ্রীস্মের গরমেও নীল।
আমি নীল ,আকাশের নীলে,
বিষাক্ত বিষেও নীল।
মৃদু বাতাসের উষ্ণ পরশে
পাঁপড়ি খসার তালেও নীল।
জানো অপরাজিতা!
তোমার মতোই মাটিতে-মনে নীল রং দিয়ে গেল।
শেষ বেলায়।