অন্তহীন ঘূর্ণিপাক
////////////////////
তোমার ঝটিকা দর্শনে মনের মাঝে বয়ে গেল
ঘূর্ণি ঝড়ের ঘুর্ণিপাক।
অশান্ত মনের জমানো শুকনো
ব্যথা গুলো নিঃশব্দে শীতল হলো
যেথা নেই কোনো গুরুগম্ভীর বিরহের ডাক।
দিশাহীন মনের অগভীর জলে
জ্বলে ওঠে বাড়াগ্নি বারবার।
সব কিছু জ্বালিয়ে যায়
বাকি নেই কিছু ফুরিয়ে যাওয়ার।

যে নয়নে নিয়ন মিলে উঠত ভরে
রাশি রাশি নীল পদ্মের হাসি,
পদ্ম পাতায় টলমলে জল জেনেও
মনের মাঝে স্বপ্নশুধু আঁকি।
জীবন যেন আজ ডানা হীন চাতক পাখি।
চোরা বালুর চোরা স্রোতে
ঘনীভূত শীতল মেঘের ঘূর্ণাবর্তে,
অবুঝ মন খুঁজে সেই নয়ন
অশান্ত মনের নির্জন কোণে।

বিবশ নয়ন বৈরাগী জীবন
ঘুরছে ঘূর্ণি ঝড়ে,
বাড়াগ্নির বানে দিব নিশি জ্বলে,
জ্বালায় আর পুড়ে,
টেনে নিয়ে যায় অন্তহীন ঝড়ের দ্বীপে
যেথা নাই কোন জল ,
নাই কোনো স্থল
মরে শুধু
আকুল পাথারের ঘূর্ণিপাকে।