অন্দর মহল
।।।।।।।।।।।।।।।।।।।।।।।
যে ঘরে তুমি পেতেছিলে
গৃহলক্ষ্মীর আসন।
যে গৃহে তুমি এঁকে ছিলে
লক্ষীর পদচিহ্ন।
যে গৃহের মঙ্গল ঘটে
ধ্বনিত হত তাব মঙ্গল শঙ্খ।
যে গৃহের দ্বারে তোমার
হস্তস্পর্শে আল্পনা পেত প্রাণ।
সে ঘরে তোমার মন আর মান
ভূলুণ্ঠিত আজ,নেয় না
কেউ তোমার নাম।
যে বাতাসে তুমি পেয়ে ছিলে
খুশির আনন্দ,প্রানের ছোঁয়া।
সেই বাতাও আজ বিশ্বাস ঘাতক
বইয়ে দিয়েছে ঝড়ের হওয়া।
যে প্রভাতের লাল আলোয়
তুমি খুঁজে পেতে স্বপ্নের ভাষা
সেই আলো নিকষ কালোয়
ঢেকেছে মুখ
নেই কোনো ঊষা।
যখন ধীরে ধীরে সবাই
তোমার থেকে যায় দূরে
যখন সবাই তোমার বিপরীতে
যখন বিশ্বাস হয় বিন্দুবৎ
চোখের জল মুছে
শক্ত কারো শুধু মানবল
অট্টহাসির দোদুল দলায়
উজান ভাটির ঘূর্ণি খেলায়
যে বেথ্যার মনভূমি গড়েছো তুমি
দান প্রতিদান ফেরৎ দিতে চাও
আরো শক্ত হও
পাষান করো তব হৃদয় ভূমি।