আঁচল ছায়া
//////////////////
বিরাম হীন কাজের চাপে
অবসন্ন মন ,ক্লান্তিতে শরীর ছেয়ে আছে।
ঘুম হীন দুটি চোখ
যেন রক্ত চক্ষু প্রহরী।
দু চক্ষে ঘুম নাই একটু ঘুম দাও
সুন্দর সুশোভিত ধরিত্রীর বুকে
নিঃসঙ্গতা,হতাশা দিনেরাতে জুটে।
সব কিছু আছে,সব কিছুর মাঝে
তবু কোনো কিছু নেই।
দিনেদিনে অন্ধকারে হানাহানির
সংসারে সবাই আছে দূরে দূরে।
এ যেন এক বজ্র আঁটুনী ফোস্কা গিরো
একে ওপরকে পিছনে ঠেলে
অদম্য উচ্ছাসে হচ্ছে বড়ো।
এ বিষম খেলায় শান্তি নেই-
ঘুম নেই,
মা তোমার কোলে তোমার আঁচল তলে,
শিশুকালের সেই সেই শীতল মায়া,
শীতাল ছায়া ফিরে পেতে চাই
মা তোমার আঁচলের সেই চেনা ছায়ায়
আর এক বার শান্তিতে ঘুমোতে চাই।