আমি,সে ও ছাতিম ফুল
###############
সবুজ,তরুন অবুজ মন
তোমার প্রেমে ছিল মগণ,
উথাল পাথাল হৃদয় জুড়ে,
স্বপ্ন বুনে সুখের নীড়ে।
অলস সময় হতো পার
কাটতো সময় হাতে হাত।
রথের মেলায় ভীড়ের মাঝে
প্রথম দেখা তোমার সাথে
কালির টান নয়ন তারায়
প্রেমের বাদন বুকের বীণায়,
ঠোঁটের কোণে হাসি ফুটে
বাজলো উঠে হঠাৎ বুকে।
বর্ষা বাদল সখী সনে,
লুকিয়ে দেখা ক্ষণে ক্ষণে।
মাস ঘুরিয়ে বছর গেল,
প্রেমের বাঁধন গাঢ় হলো ।
আজব সুখের মাতাল হাওয়া
রাগ অনুরাগের চাওয়া পাওয়া।
বিকেল বেলা স্কুল পালিয়ে,
সব এড়িয়ে সব লুকিয়ে।
ফুচকা খেয়ে পার্কে মজা,
মনের মাঝে খুশির ছোঁয়া।
এমনি করে বছর ঘুরে-
শুক্লা পাঞ্চমীতে গোলাপ দিয়ে,
মনের কথা স্বপ্ন সুখে
বলে দিলাম নিজের মুখে।
আলতো আলতো লজ্জা নত,
হৃদয় বীণার খুশি যত।
বিজয় রথের উল্লাসে আজ
সাজো সাজো ফেলে কাজ।
তুমি শুধু আমার রবে ,
দিনে রাতে সকাল সাঁঝে ।
সব পেয়েছির মাঝে আমি,
সবার থেকে তুমি দামি।
স্মৃতির রেখেয়া দিলে চাপ
কথাগুলো আজ শুধু অভিশাপ।
মোটা বইয়ের পাতার ভিতর,
ছাতিম ফুলের তাজা জখম,
পড়ে আছে স্মৃতির তলে
শুকনো পাতা,ছাতিম ফুলে।
উনিশ বসন্তের ছাতিম ফুল,
বুকে আজও ব্যাথ্যার মূল ।
বিঁধে মারে দিনে রাতে
ব্যাথ্যার বীণার তারের সাথে ।
তুমি শুধু আমার রবে
আমি শুধু তোমার তরে।
গোলক ধাঁধায় হারিয়ে গেলে
ফুলগুলো শুধু রেখে গেলে।
স্বপ্ন ধূসর পথ শেষ
আছে শুধু ব্যাথার রেশ।
পথের ধারে দীঘির পারে,
পদ্ম পাতায় আছে ভরে
ফুল গুলো সব গেছে ঝরে,
তবু আছে নয়ন জুড়ে
জীবন তরী গেছে ঘুরে।
শূন্য ঘরে শূন্য বুকে,
শুধুই তোমার শূন্যতা জোটে।
বুকের হাপার পাঁজর মাঝে
অশ্রু বেদনা সকাল সাঁজে ।
অতীত গানের বীণার টানে,
সময় চলে আপন মনে।
বর্ষায় ভেজা এক ছাতায়
আধা আধা দুজনের মাথায়,
ছন্দে ছন্দে চলার আনন্দের
নানান কথা জীবন তরঙ্গের।
ভিজে ভিজে ছাতিম কথা,
সবই আজ মর্ম ব্যাথ্যা,
আবেগ ছিল নিছক ভুল
পড়ে আছে ছাতিম ফুল।
তোমার রিক্সার পিছনে দ্বি-চক্রযানে,
আবেগ ঘন প্রেমের টানে ।
সকাল বিকেল ছুটো ছুটি,
ঠোঁটের কোনে বাঁকা হাসি।
মুচকি হাসি দেখে কুপোকাত
বদলে দিত দিন রাত।
মিথ্যে সবই,স্বপ্ন স্মৃতি
স্তব্ধ এখন জীবন গতি।