আমি প্রেমী
////////////////
নীল আঙিনায় নীলাভ চেতনায়
রচেছি তোমায় পিতাম্বরী সাজে
মনের মাঝে দিনেরাতে
প্রিয়তমার নপুর ধ্বনি
আজও কানে বাজে।
অনুভূতির ছায়ায় ছায়ায় বয়ে চলে
আবেগ ঘন প্রেম,
জ্বলে ,জ্বালায়
অন্তঃপুরে মম মনের অন্ধ প্রেম।
আবির রাঙা বসন্ত বেলায়
মন হলো না রাঙা।
অবহেলায় দিনকেটে যায়
ব্যথায় পাঁজর হলো ভাঙা।
প্রিয়তমার হাতটি ধরে আবির খেলার প্রেমের সুরে
যুগল আঁখি তারার মাঝে
ভাসে যে তার ছবি
ভাঙা মনের সদর কোঠায়
নিত্য দিনে কাঁদায় হাসায়
সব কিছু আজ যেন পাতা ঝরা অটবি।
অন্ধকারে বন্ধঘরে
ভালোবাসার বৈঠা ধরে
সিক্তকরে আজও মম অন্তর্ভুমি