আমি ও সে
/////////////////////
নিয়ম করে সাইরেন টা বাজছে।
নিয়ম করে বাসটা স্টপেজে আসছে।
নিয়ম করে বাঁদিকের ধুকপুক বাড়ছে।
নিয়ম করে প্রতিদিন অপেক্ষায় কাটছে।
কই সেতো এলোনা?

সবই আসছে যাচ্ছে নিয়ম করে তালে তালে।
অস্থিরতা,হৃদ পিণ্ডের গতি
বেনিয়মে বাড়ছে তলে তলে।
তবুও সে তো এলোনা!!

ধুলোবালি মেখে বিবর্ণ ফ্যাকাসে মুখে,
প্রতীক্ষায় সময় যায় কেটে,
জনপদের ব্যস্ততা ধীরে ধীরে যাচ্ছে কমে,
বাতি স্তম্ভের তলায় আঁধার গেল জমে।

সবাই গেল যে যার বাড়ি ফিরে,
কুয়াশার চাদরে শহর গেল ডুবে
বারী ধারার মতো শিশির এলো নেমে,
মন ভিজেনা,ভিজে চোখের পাতা
ভিজে অবস শরীর,
আমি যেন এক প্রহরী,
এই ঘুমন্ত নগরীর।
কুয়াশার সাথে নয়ন মিলিয়ে আছি দাঁড়িয়ে।
প্রহরের পর প্রহর যাচ্ছে কেটে
ঊষা বোধহয় আসে আসে,
এখনও কোনো খবর পেলাম না,
কই সে তো এলোনা।