অমাবস্যার ভূমি
**********
রাতটা দীর্ঘ থেকে ক্রমশ হচ্ছে দীর্ঘতর।
অমাবস্যা গ্রাস করছে জ্যোস্নার আলো।
মিটিমিটি তারা গা ঢেকেছে ঘন আঁধারে।
বাতাসটাও হচ্ছে ক্রমশ ভারী!
নিঃশ্বাসের পথ ক্ষীনতর!
বাতাসে নেই কোনো প্রবাহ।
শ্বাস বায়ু নিঃশেষিত?
রাস্তার বাতি স্তম্ভের বাতি গুলো
ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে
জনশূন্য পথ।
দীর্ঘশ্বাসের শব্দ ফিরে আসছে
প্রতিধ্বনি হয়ে।
কিছু অযাচিত সারমেয় গলিতে।
ভুল পথে বোধহয়?
এমন নিঃতব্ধতা আগে
কখনও দেখা যায়নি।
এ কোন ভূমি?
এ কোন আলয় যেথা নেই কোন প্রদীপের বাতি!
এ কোন দেবালয় যেথা নেই শঙ্খ ধ্বনী !
নেই কোন মঙ্গল আরতি!
যেখানে তুমি মানব।তুমি দানব।
তুমিই পিশাচ
তুমিই দেব।
এ কোন রণভূমি?
যেখানে তুমি রাজা।
তুমি সেনাপতি
তুমিই সৈনিক।
এ কি মৃত্যুপুরী?
এ কি শ্মশান ভূমি?
তাই যদি হয় তবে মনে রেখো
সেখানে তুমিই কসাই
তুমিই ডম।