আকাশ জুড়ে অমাবস্যা
/////////////////////////

লক্ষ্যহীন অন্তহীন প্রেমহীন জীবন
তাহার মাঝে ঘূর্ণিপাকে ঘুরছে শুধু মন।
রামধনু রং গেছে উড়ে আছে শুধু কালো
সাদা এখন ধূসর হয়ে নেইকো কোনো আলো।

প্রেম সোহাগে বয়ে যাওয়া মিষ্টি মিষ্টি বাতাস
সেটাও এখন বিষে ভরা চলছে না আর শ্বাস।
বুকের মাঝে ছিলি তুই হয়ে প্রাণ সজনী
কাঁটায় ভরা জীবন দিলি হয়ে কণ্টকিনি ।
সুখ সাগরে দিলি পাড়ি নিলি পরবাস
তোর আশাতে দিন গুনে যাই
যদি আবার ধরিস হাত।

চাঁদ জোছনা
নীলিমার হাসি সে তো এখন বিষাদগীত
আকাশ জুড়ে অমাবস্যা
পূর্ণিমা আজ অতীত।