আজ গ্রহণ
।।।।।।।।।।।।।।।
বুকটা ভারী
স্বাভাবিকের তুলনায়
অনেক অনেক  বেশি ভারী।
কেউ যেন কোনো পাশান চাপিয়ে দিয়েছে বুকের উপর।
পাঁজরের হাড় গুলো ধুঁকছে
ভারে নয়!
চাপা দীর্ঘশ্বাস আর জমানো বেদনায়।
কি দিলাম ?
কি পেলাম ?
কি কুড়োলাম?
হিসেব নিকেশের পালা শেষ?
বুকের পাঁজরটা হাপরের মতো চলছে।
বাতাসে শ্বাস বায়ুর পরিমান কত?
আজ আর শ্বাসকষ্ট নেই!
বোধহয় বায়ুমার্গের পথ পরিষ্কার।

আজ আর নেই মন খারাপের গল্প
মন খারাপ করেনা শিউলি ঝরে পাড়ায়।
মন খারাপ করেনা কলাপাতার গা বয়ে শিশির না পড়ায়।
মন খারাপ করে না বিবর্ন আকশটা দেখে
এখন-
মনে প্রাণে ছুঁয়ে যায় হেমন্তের আলিঙ্গন।

শুধু তাকিয়ে থাকি
আধ ফালি চাঁদের দিকে।
সময় গুণি
আর কত সময় বাকি পূর্ণগ্রাস
চন্দ্রগ্রহণ হতে?
কত বাকি গিলে খেতে?
আমিও যে পূর্ণগ্রাস গ্রহণের দোর গড়ায় দাঁড়িয়ে।