অহং
:::::::::::
গোধূলির পোড়া লাল
সূর্য্যটা ঘুমোবার জন্য
তোড় জোড় শুরু
করেছে পশ্চিম দিগন্তে।
অধৈর্য্য একফালি
বেপরোয়া কালো মেঘ
খাপুচ করে কেটে
খেয়ে ফেলল আধা ,
তেজী সূর্য্যাটার অজান্তে।
বেঁচে যাওয়া অবশিষ্টাংশ
অলস ভাবে মুচকি হেসে,
সাহস ,ধৈর্য্যর সাহসী পরিচয় দিল।
অহংকারী কালমেঘের অহঙ্কারের দাবানল
মেনে নিল।
প্রহরের পর প্রহর কেটে
আবার লাল,আরো তেজী সৌর্য্যবীর্য্য,
নিয়ে এলো পূর্ব দিগন্তে।
কালোমেঘের মুখ ভার,
গনগনে অহঙ্কারের কড়ায় হতবাক,
শুধুই দিক পরিবর্তন,
পশ্চিম থেকে পূর্বে
তাও আমারা অজান্তে।।
আমি সারা আকাশ
জুড়ে ফেলি আমার
কালোর ঘনঘটা,
মুছেদেব
ওই পুচকে সূর্যের
আলোর ছটা।
আমি কাল,মহাকাল-
আমারও চাই সমান প্রাপ্য,
সমান অধিকার।