আছো মনের নির্জনে
'''''''''''''''''''''''''''''
জীবনের লালিত্যে
যে স্মৃতি গুলো তরতাজা ছিলো
আজ পুরোনো বইয়ের পাতার মতো
লাল ফ্যাকাসে
হতে হতে কমলা হলুদ হয়ে গেছে।
ভীষণ মড়মড়ে ভঙ্গুর
একটু ছোঁয়াতে খসে খসে পড়ছে।
অন্ধকার এখন নিশ্চুপ নয়
ফিসফিস করে কথা বলে
বুকে সেই পুরানো ঢেউ জাগে
উত্তাল ঝড়ো হওয়ার মতো
পাঁজরের হাড় ভাঙে
তবু পাতা গুলো আছি আঁকড়ে
হোক না ভঙ্গুর মড়মড়ে
বহু যত্নে আর যত্নশীলতায়
পাতাগুলোকে বাঁচিয়ে রেখেছি,
আমার অস্তিত্ব আর
অস্তিত্বের
লড়াইটা এখনোও
পাতার মধ্যে বেঁচে আছে।
ওই ভঙ্গুর স্মৃতির পাতায়
তোমাকেই খুঁজে পাই।
আছো সেই আগের মতোই
মনের নির্জনে।