আবেগের জীবাশ্ম
###########
নিবিড় সম্পর্কের ,
সুনিবিড় বন্ধন,
আবেগ আর দীর্ঘশ্বাসের আঘাতে
করে শুধু ক্রন্দন ।
শুরুটা হয়েছিল
কোনোএকদিনের আবেগ ঘন
আলাপ দিয়ে,
শেষ হয়ে গেল দিনে দিনের,
বিতৃষ্ণা আর অবহেলা নিয়ে।
ঠিকরে পড়া নয়ন আলোয়
ছিল সীমাহীন গরল,
বিবস ঠোঁটের বোধিরাতায়
শুধু চেয়েছিলে আমার মরণ?
পাওনা দেনা জীবাশ্ম'র জীবালয়ে বাষ্পীভূত
মূল্যহীন সত্যের মাঝে ,
অস্তিত্বহীন মিথ্যে আজ স্তূপীকৃত।
চুপিসারে,চোরাস্রোতের অববাহিকায়
যে দ্বীপ তুমি বেঁধেছিলে,
কারনে অকারনে,প্লাবনে
গতিপথ বদলেছে তিলেতিলে।।
ইচ্ছে গুলো আর কথা বলেনা,
বজ্র ঘন আসমানে ,
আঁকিবুকি বিজলীর রেখা ।
নীরবতায় অভিমানগুলো,
কঠোর হয়ে হিমঘরে,
একটু উষ্ণতার নেই কোনো দেখা ।
নিঃশব্দে সম্পর্কটা
ভেঙে গেছে শব্দহীন ভাষায়,
বিস্ময়ের বাস্তবকে বাঁচিয়ে রাখতে
ত্যাগ করলে আবেগ ,
কিসের আশায়?
আজ বিদীর্ণ,
বিষন্ন আকাশ অট্টহাসিতে,
পৃথিবীটা ঢেকে গেছে
সাজানো চোরাবালিতে ।।