আরো একদিন
########

সূর্যাস্তের লাল আলোয়,
ক্লান্তিহীন অবকাশে আশমানি নীল।
মরু ঝড়ের দিশাহীন পথে অবরুদ্ধ,
শ্বাসহীন বায়ুবলয়ের অভ্যন্তরে-
গভীর থেকে গভীরে কত বিনিদ্র রজনী।

ক্লান্ত পথিক ,নির্ভিক যাযাবর,
ঝোলা হাতে ভিক্ষুক, আমি পরিব্রাজক।
ঘুরে ফিরি গলি থেকে রাজপথ,
শুষ্ক মাটি মরু ,বালুরাশি ভূমি।
বিরাম হীন পথে ক্ষত বিক্ষত পায়ে-
অনুকূল প্রতিকূল সয়ে সয়ে
তুষারপাত, গিরীধবল করেছি অবকলন।