আমরা যে গুরু
//////////////////
কালকে দেখলাম
পাশের বাড়ি ভাত খেয়ে মুখ ধুচ্ছে
ব্যাপারটা ভালো ঠেকছে না।
দেখলাম ওর বউ একটা
ভালো গরদের শাড়ি পরে আছে
একদম ঠিক হচ্ছে না
মদনা(মদন)বলে ও ভলু দা
ওরা দু বেলা খেয়ে আচাচ্ছে
এটা কি ভালো হচ্ছে
ওরা কি তাহলে উন্নতি করছে
ও ভলু ( ভোলানাথ )দা কিছু একটা করো
দাও একটা হ্যাঁচকা পা দুটো টেনে ধরো
যেমন দেখছি বাঙালি
কারো যেন উন্নতি না হয়
সেই নিয়ে আড্ডা মজলিশ আর কুটকাচালি
লালু এসে আসরে বসে
গলা বাড়িয়ে বলে
ভলু দা
ও পাড়ার মনার মেয়ে
যাচ্ছে স্কুলে
শিখছে নাকি আরো কত কিছু
গতিক কিন্তু ভালো যাচ্ছে না
এরা কিন্ত যাচ্ছে এগিয়ে তরতরিয়ে।
ভলু (ভোলানাথ )দা নতুন কিছু করো
হ্যাঁচকা মেরে পা দুটো টেনে ধরো
আজকে যেমন দেখছি বাঙালি।
কারো যেন উন্নতি না হয়
সেই নিয়ে আড্ডা মজলিশ আর কুটকাচালি
নারান (নারায়ণ)
দু খিলি পান চিবিয়ে বলে
ও পাড়ার ভানু করছে ভীষন তরক্কি
বাইরে গেছিল কাজ করতে
করেছে গাড়ি বাড়ি ওর চাল হয়েছে ভারিক্কি
এখন ওরা কথায় কথায় যুক্তি তক্কো করে
আমরা কি সব গরু গাধা নাকি তিন পুরুষ ধরে।
এদের হাবভাব ভালো ঠেকছে না
ভলু দা কিছু একটা করো
হ্যাঁচকা মেরে পা দুটো টেনে ধরো।
যেমন দেখছি বাঙালি
কারো যেন উন্নতি না হয়
সেই নিয়ে আড্ডা মজলিশ আর কুটকাচালি
ছোঁড়ারা সবাই যাচ্ছে এগিয়ে
সময় কিন্তু ভালো যাচ্ছে না
ভবিষ্যতে আমাদের অস্তিত্ব যাবে হারিয়ে
তিন চার বার কেশে কেশে বলে
দক্ষিণ পাড়ার ভুতা (ভুতনাথ)
ও ভলু এবার একটা কিছু কর
হ্যাঁচকা মেরে পা দুটো টেনে ধর।
যেমন দেখছি বাঙালি
কারো যেন উন্নতি না হয়
সেই নিয়ে আড্ডা মজলিশ আর কুটকাচালি।
শেষমেশ ভলু বলে
আমরা হলাম হাঁড়ির কাঁকড়া
কেউ এগিয়ে যাবে সেটা মেনে নেওয়া যায় না।
কাল থেকে যোজনা শুরু
একটা হ্যাঁচকা মাররো টেনে নামবো
পিছনে টেনে নামাতে আমরা যে গুরু