আমি নারী-সর্বংসহা
#############

আমি রূপসী,আমি নর্তকী,আমি রাতপরী,
আমি পতিতা রাতের রাস্তায়।
আমি গল্প,আমি কাব্য, আমি কাহিনী,
কবির ভাষা পাতায় পাতায়।
আমি প্রতিচি,আমি উর্বশী,
আমি বেহুলা,স্বর্গ ভ্রষ্টা,
আমি মোহিনী,আমি
সোহিনী,আমি সর্বংসহা
মন্মোহিনী বিভ্রান্ত স্রষ্টা।

আমি লীলা,আমি
ছলাকলা,আমি ধ্বংসে,আমি
উত্থানে,আমি সৃষ্টির মূলে।
আমি ষোলকলা,বলে
অবলা,আমি শান্তি,আমি অশান্তি
তিন কূলে।

আমি কালি,আমি জননী,আমি
ভগিনী,আমি তব জায়া-কামিনী।
আমি আদি,আমি অনাদি,
আমি কস্তুরী, উর্বশী,
আমি মায়ামৃগ-নাগিনী।

আমি প্রলয়ে,আমি প্রবাহে,
আমি শৈল,আমি শৈলি,
আমি মন্থনের অমৃত করপান।
পুরুষ তুমি কামনাতে বীর,
কামিনীতে ধীর,নেই তব
পরিত্রাণ।
আমি নারী,আমি অহংকারী,
তোমাতে -আমাতে নেই
কোনো মিল।
সৃষ্টি আর স্রষ্টার ভেদক
রেখার অন্তরালে সবকিছু
নির্বিচারে বিলীন।