আমি গাফাম বলছি
/////////////////////

দ্বিপদী ,আজ তুমি বড় অসহায়
তোমার মনে অহরহ আশঙ্কা।
তোমার চারিদিকে অভেদ্য দুর্গের প্রাচীর।
মনে শান্তি নেই দিনে ও প্রাতে
ঘুম নেই দুচোখে জেগে থাকো রাতে।
দ্বিপদী,তুমি অসহায় ?
না সময় অসহায়?
তোমার সুখ দুঃখ হাসি কান্না
আজ আমার হাতে।
তোমার আবেগ,তোমার প্রেম,
তোমার আশা
তোমার মনের ভাষা
সবকিছু আজ আমার সাথে।

তোমার রোগ-ব্যাধি
তোমার ওষুধ,তোমার চিকিৎসক
আমি করি ঠিক।
তোমার সাজ পোশাক
তোমার নিত্য প্রয়োজনীয় জিনিস
আমি করি নির্ধারণ তোমার
ওঠা বসা দিনরাত।
দ্বিপদী,তুমি সত্যি আজ অসহায়
তুমি জানতে অজান্তে নিজেই করছো সমর্পণ
জীবনের পুরো অধ্যায়।
দ্বিপদী,ঘড়ির কাঁটার সাথে তুমি
আমার জালে করছো অবগাহন।
তোমার নিস্তার নেই
আষ্টেপিষ্ঠে ছায়ার মতো আছি আমি,
প্রজন্মের পর প্রজন্ম থেকে জড়িয়ে রবে আমরণ।

তোমার শিশুর ভাষা ঠিক করি আমি।
তোমার শিশুর চলাফেরা
পঠন পাঠন তাও স্থির করি আমি।
আজ শৈশব বলে কিছু নাই
আমার সাথে জুড়ে আছে
দ্বিপদী, তোমার জীবনের দিনেরাতের চড়াই উৎরাই।

তোমার পূর্ব পুরুষের সংস্কার
সংস্কৃতি ধর্মীয় আচার আচরণ
বিধি নীতি তাও ঠিক করি আমি,
তোমার একাকিত্বের সঙ্গীও আমি।
দ্বিপদী,আজ সত্যিই তুমি-তোমরা
বড় অসহায়।
এই দিনটার জন্য
বছরের  পর বছর করেছি অপেক্ষা
গড়েছি অধ্যায়ের পর অধ্যায়।
আমি আগামীর শাসক
আমি আগামীর দুর্জয়।
আমি গাফাম-
আমি করবো নির্ধারণ জয় পরাজয়।
মুছে দেব সব কিছুর সীমা রেখা,
আছি ,থাকব থাকবে শুধু গাফাম।
আমি তৈরি করবো তোমার ভাগ্যরেখা ও রণরেখা।

দ্বিপদী,
তোমার শয়নে ,স্বপনে,মননে চিন্তনে,চিতার আগুনে,
থাকবে শুধু একটা নাম
গাফাম গাফাম শুধু গাফাম।




।।।।।।।।।।।।।।।।।
GAFAM

G=GOOGLE
A=APPLE
F=Facebook
A=AMAZON
M=MICROSOFT