আলোর টানে
//////////////////
আক্ষ্যানে,উপাক্ষ্যানে ভরে আছে জীবন,
বিশেষণে বিশেষণে পরিহাসে
ডুবে আছে বিচলিত মন।
মাধুরী মিশিয়ে গড়েছো যে পুলকিত আলয়,
পরিহাসে স্পর্শ হীন জনহীন
আভরণে বিবর্ণ বলয়।
অন্তরে অন্তরে ঘিরে ধরে অস্থির মনের কথা,
অন্ধকারে শূন্য ঘরে কথা কয়
মার্গহীন জমা যত ব্যাথা।
প্রেয়সীর বেশে, প্রেতাত্মা ধরা দিলো
মনের ঘরে শেষে,
স্বপ্নের দেউল অযাচিত ভারে
দুলে দুলে ওঠে।
মননে চিন্তনে বিপথে গেছে মার্গ দর্শন
ভানু বেশে এসে দিন শেষে দেখে
ভুলে ভরা ষড়দর্শন।
শ্বেত পাথরের দেউলে ধরেছে কালো কালো ছাপ,
বোধনের হোমে যজ্ঞাগৃহ হতে
বিপথে এগিয়ে গেছো আরো একধাপ।
অন্তরের প্রাচীরে অহংকারের অন্ধকারে
আছে অন্ধকাসুরের বাস।
যজ্ঞা হুতি শেষে অহংকারের ঘৃতে
জীবন মার্গের করছো সর্বনাশ।