ভীষণ যন্ত্রণায় দগ্ধ জীবন
রিপন রায়
আমি বা আমরা সব নিয়ম ভুলে গেছি
ভুলে গেছি সকল সত্য-মিথ্যা।
আকাশের গ্রহ-নক্ষত্র সবই ঠিক আছে
আকাশকে দেখতে সময় পাই না!
নগর বাসী আজ ভিষণ যন্ত্রণায় জীবন দগ্ধ
দ্রব্যমূল্য উর্ধ্বগতি সীমা ছাড়িয়ে
টিসিবির পণ্য পেতে দীর্ঘ লাইন
তবুও দীর্ঘশ^াস ফেলে মেলানো ভার।
দুর্ভিক্ষ আনাচে কানাচে চলাফেরা করে
হানা দিল এইবার এই বুঝি।
আমার ঘরে সোনা মুখটি শুকিয়ে গেছে
হাড়িতে ভাত নেই তাকাতেই মায়া লাগে।
অতীতের দুর্ভিক্ষ কেটে উঠা মানুষ গুলো
আজ ভুলে গেছে অভাব কাকে বলে!
প্রতিবেশির বুক ফাটা হাহাকার
আজ শোনে না কেউ।
আমার বুকের রক্তক্ষরণ বয়ে যায়
বাতাশে লাশের গন্ধ
আমি বা আমরা সবাই আজ
মোহের মোহে হয়ে আছি অন্ধ।
রচনাকাল :- ১৯-০৬-২০২২ ইং
সময় :- ০৬:০১ বিকাল
স্থান :- যশোর ইনস্টিটিউট,যশোর।