আজ এই বিকেলে
গোধূলি লগনে
বসে ভাবছি-ভাবছি শুধু তোমাকে
ভাবছি সেই সুদূর অতীতের (হাত ধরে)
হাতে হাত চোখে চোখ রেখে
দীর্ঘ সময়ের এই পথ চলার
অন্তিম মুহূর্তে হঠাৎ তুমি
থমকে গেলে।
কিছুদিন পরেই তো তোমার আমার
হ'তো শুভ পরিণয় ।
চলছিল সকল আয়োজন
ঝামেলা মেটাবার ।
তোমার জীবনের প্রথম ভালোবাসা
জয়ী হতে-
সকল বাঁধা বিঘ্ন বিপদ সংকুল পথ
শত আঘাত হাজার গ্লানি
কলঙ্কের তিলক ভয়কে উপেক্ষা করে
ভালোবাসার অটুট বন্ধনে লীন
হয়ে গিয়েছিলে ।
আমাকে হারাবার ভয় তোমাকে
একটি সেকেন্ডও শান্তিতে থাকতে
দেয়নি।
দেয়নি আরাম বিলাসিতার সুখ।
আজ সেই তুমি সেই তুমি
নিজ হাতে
দুঃখ কষ্টে রাঙিয়ে দিলে
আমার জীবনের সুখ।
রচনাকাল : ২৪/০২/২০১৯
রচনার সময় : ১২ : ৫৮ মিনিট (রাত) > যশোর বেজপাড়া।
প্রকাশকাল :১৭/০৩/২০১৯ > যশোর বেজপাড়া।