তুমি সুখে থেকো স্বামীগৃহে
স্বামী চরণতলে নিজেকে সপে
পিতৃগৃহ ছাড়ি যবে যাবে শশুর বাড়ি
আপন করে নিও সবে।
শশুরালয়ে-নবগৃহে-নবপরিজন
স্বামী আপন শশু-ড়ী পর
সে সবই তোমার মন।
এক জীবনে ডাকো তুমি-
ডাকো পিতা-মাতা
দিত্বীয় জীবন স্বামীগৃহ
কেহ নয় তোমার সতা।
মনোমালিন্য সেতো প্রথা কৌলিন্য
নিশিতে ফেলো ঝেড়ে
যত ঝড়-ঝাপটা আসুক জীবনে
সবাইকে নেবে আপন করে।
তুমি নারী স্বর্গপুরী-
তোমাতে করে সুখ বিরাজ
তোমারী ইঙ্গিতে বিশ্ব কাপিবে
নাহি করো তোমাতে সে রাজ।
তুমি সুকেশিনী তুমি সুভাষিনী
সুনয়না মমতাময়ী
আপন গৃহখানি সাজিয়ো স্নেহভরী
বিশ্ব দেখিবে চায়ী।
ক্ষমার চেখে দেখিবে তুমি
অন্যের দোষ ত্রুটি
তবেইতো কোমলমতি তুমি
যদি না করো ভ্রুকুটি।
রচনাকাল ঃ-১৪/০১/২০১৫ (বুধবার)