তুমি আসলে না
রিপন রায়
সেই কবে থেকে শুনছি তুমি আসবে
- আসলে না
বাতাসে ভেসে বেড়ায় এখনো লাশের গন্ধ
চারিদিকে হাহাকার নির্বিকার ছেয়ে আছে
সবুজ ঘেরা বাতায়ন
তুমি আসলে না ।
উনিশশো বায়ান্ন দিয়েছি তোমাকে
দিয়েছি ছেষট্টি, উনিশশো ঊনসত্তর
তুমি আসলে না ।
একাত্তর পেরিয়ে ১৬ই ডিসেম্বর
তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্যের আত্মসমর্পণ
ঘরে ঘরে ফিরছে বাংলার বীর সন্তান
মা ফিরে পেয়েছে তার নাড়ি ছিড়া ধন
তুমি আসলে না ।
ঝিরি ঝিরি হাওয়া বয়ে যায়
শস্য শ্যামলা সোনালী ক্ষেতে
সবুজের গা ঘেঁষে
নদী ভরা জল করে কলকল
মাঝি ধরে দাঁড় নিজ অস্তাচলে
তুমি আসলে না ।
১০ই জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন
বাংলার ঘরে ঘরে বয়ে চলেছে
আনন্দ আর সুখের জোয়ার
ফুলে ফুলে ভরে গেছে অলি
তুমি আজও আসলে না ।
পরাধীনতার শিকলে বাঁধা আছে পা
সাম্প্রদায়িকতায় কোনঠাসা হয়ে আছে
বাংলার ঘরে ঘরে কেঁদে বেড়ায় আজ মানবতা
তুমি আসলে না । তুমি আসলে না ।
রচনাকাল: ০৫/১০/২০১৯