তুমি আমি মুখোমুখি
রিপন রায়
দুই হাজার ছয় চৌঠা এপ্রিল
সেদিন ছিল তোমার জন্মদিন
আমি তখন সবেমাত্র নাকি চৌত্রিশ
আমি পাঁচ ফুট ছয় ইঞ্চি
তুমি উচ্চতায় তিন ফুট
তোমার সাথে আমার যায়না
সেকথা ছিল না আমার জানা ।
দুটি চোখ দীর্ঘ তিনটি বছর
দুটি মনের একই আনাগোনা
বাড়ির লোকে ভাববে কি
সেকথা হয়নি একটুও মনে
তুমি আমি মুখোমুখি
দুটি চেয়ার এক টেবিলে।
ভাবতে পারিনি একটু অদেখায়
কষ্টের ঝড় ওঠে তোমার মনে
আমিও ভালোবেসেছি তোমায়
ভালোবাসি আজও সংগোপনে।
লক্ষ্মী সোনা চাঁদের কণা
তুমি আমার নিশি জাগরণ
হাসবো সুখে কাদবো দুখে
হয়ে তোমার আপনজন ।
সমাজপতি হাসবে শুনে
বয়স আকাশ আর পাতাল
আমার প্রেমে তুমি বিভোর
আমি তোমার প্রেমে মাতাল ।
রচনা কাল: ০২/১০/২০১৯