তুমি আকাশের চাঁদ
রিপন রায়
তুমি আকাশের চাঁদ
পূর্ব হতে পশ্চিম দিগন্তে
কালের প্রবাহে প্রবহমান
অবিশ্রান্ত শরীরে চলমান ।
মাঠের পর মাঠ
দিগন্ত জোড়া সবুজের ক্ষেত
ঝুরঝুরে মাটির পরশে
স্পর্শ কাতর পদতল।
বাতাসের মিষ্টি গন্ধে
চারা ধানের গাছগুলো
পরম আদরে দুলায়িত
করে সারা অঙ্গ ।
অবাক চোখে তাকিয়ে থাকো
উর্ধ দিগন্তে নির্বাক মুখে
দাড়িয়ে থাকো
আমার মুখ প্রান্তে।
তোমার পরশ পেয়ে
জেগে ওঠে
সাগরের ঊর্মিমালা ।
চড়ুই-শালিকের কিচিরমিচর,
গোয়ালের গরুগুলি মাঠ পানে চেয়ে ,
নববধূ আলপনায় বসে মাঝ আঙিনায় ।
বিনয় মাঝি খেয়া পারাপারে,
দীনবন্ধু জাল ফেলে ধরে মাছ
ঝাপটি মেরে বসে।
ফিঙে আর পেঁচারা সব
কলার বাশনার ফাঁকে
খড় খড় শব্দে করে খেলা ।
সন্ধ্যা ঘনিয়ে এল
বসেছে যেন তারকার মেলা ।
এক ফালি চাঁদ হয়ে
গগন জুড়ে
অবাক দৃষ্টে কি দেখ ?
কত রাত আসে যায়
কত দিনের ছলছল আঁখি
নবিনেরা ভাষা খুঁজে পায় ।
রচনাকাল :: ২৫/০২/২০১৩