তরী ভিড়াও এ বুকে
-রিপন রায়-
আর কত পথ পাড়ি দেবো
তোমার নামে!
কোন পথে যেতে পাব দেখা
তোমার ধামে।
দুর্গমগীরি-পাহাড়, পর্বত, হিমশৈল
সাহারায় ধূসর মরুভূমি পেরিয়ে
সাত সমুদ্দুর তেরো নদী
পাড়ি দিয়ে দিয়ে,
এই কাঙ্ক্ষিত হৃদয় খোঁজে
শুধু তোমায় ।
খবর দেয় না বাতায়নে
শয়নে স্বপনে জাগরণে,
এই হৃদয় খুঁজে ফেরে
হৃদয়ের ঘরে বারে বারে।
তোমার ভবিষ্যতের যাত্রী,
আমি তোমার হৃদয়ের চালক,
তুমি আমার ভালবাসার পালক।
দুহাত বাড়িয়ে ডাকি
ওগো মোর প্রাণ পাখি
তরী ভিড়াও এ বুকে।
তুমি স্বপ্নচিল হয়ে
আসো ফিরে ফিরে
আমার বাঁকে-
হৃদয় কুঞ্জে।
থেকো না আকাশের চাঁদ হয়ে
আকাশের বুকে নিশীথের বনে।
তোমার চলনে শাড়ির আঁচল
আমায় করে দিশাহারা
আমি তোমার প্রেমে পাগলপারা ।
অপেক্ষায় রত হব
তোমারে আমি অনন্তদিন।
সুখি হব সেই... দিন
তোমার সুখে হাসব আমি যেদিন ।
রচনাকাল :: ২৫/০২/২০১৩ ইং
প্রকাশকাল : ০৯/১২/২০১৯ > যশোর বেজপাড়া।
রচনার সময় : মিনিট (০০:০০ বিকাল)>যশোর বেজপাড়া।