তোমার ওই চোখের দৃষ্টি
আজ অট্টালিকা সমান
আজ মাটিকে বড় ঘৃণা করো
যে মাটিতে পেয়েছ প্রাণ।
প্রকৃতিকে অবহেলা করেছ
দাম দাওনি এতটুকু তার
কি দোষে আমাকে করেছো দোষি
বিনা দোষে পাঠালে কারাগার।
আমি বলিতে চাই না
আমি সইতে পারিনা
কাদিতে পারিনা দিয়ে চিৎকার।
লোনা জলে বার বার
দুটি চোখ ভরে ওঠে
বুকের ভিতর হাহাকার ।
তাঁরারা সব ভুলে গেছে হাসতে
উঠোনে আসে না জোছনার আলো ।
কৃষ্ণচূড়া পড়ে আছে যত্রতত্র
মাটিতে মিলায়ে দেহ।
তোমার ওই চোখের দৃষ্টি
তবুও আজ অট্টালিকা সমান
            অট্টালিকা সমান ।।


রচনাকাল : ২৮/০৭/২০১৯
প্রকাশকাল : ২৮/০৭/২০১৯ > যশোর বেজপাড়া।
রচনার সময় : মিনিট (১০:৫৬)>যশোর বেজপাড়া।