অনেক দিন পর, অনেক দিন পর
হলো তোমার আমার দেখা
আমি দেখছি, শুধু দেখছি-
                    শুধু তোমাকে।
আমি বিস্মিত। আমি চমকিত
আমি উচ্ছসিত। আমি উল্লসিত
আমি আনন্দ-বেদনার মাঝে আত্মহারা
শুধু তোমাকেই দেখছি।

আমি প্রশ্ন করলাম, প্রশ্ন করলাম-
        আমি তোমাকে।
এ কী সপ্ন না কি কল্পনা-
না কী অতীত বাস্তবতা প্রসূত-
          রূপ দর্শণ ?
আমি প্রশ্ন করলাম, প্রশ্ন করলাম-
       শুধু তেমাকে।
একি সেই ? সেই সপ্ন সুন্দরী
     আমার রাজকন্যা ?

আমি জিজ্ঞাসা করলাম
জিজ্ঞাসা করলাম আমি-
আমার প্রাণ প্রিয় প্রেয়সীকে।
কোথায় ছিলে,কোথায় ছিলে তুমি-
আজ এতটা দিন এতটা মাস, বছর ?
মনে কী পড়েনি একটি বারের জন্যেও ।
কেন নাওনি এই অধমের খোজ-খবর ?

কেমন করে পারলে, কেমন করে পারলে তুুমি
আমাকে ভুলে থাকতে ?
কেমন করে পারলে, তুমি কেমন করে পারলে
আমাকে কাঁদাতে ?
এই ছিল কি তোমাতে আমার
শত চাওয়া-পাওয়া ?

তুমি আছ সুখে-দুঃখে
নিজেকে অন্যতে সপে।
আর আমি দিন ভিখারী
একলা পথিক পথে।

অপেক্ষায় আছি, আমি আপেক্ষায় আছি
বরণ ডালা সাজিয়ে।
আমি অপেক্ষায় আছি-
সেই পুরাতন জীর্ণ-শীর্ণ পথ চেয়ে।
তুমি যবে যেদিন ফিরবে এ পথে
আমি করিব গ্রহণ সাদরে।
ফিরে আসো, তুমি ফিরে আসো
............ তুমি ফিরে আসো।
      
         রচনাকাল : ১২-০৩-২০১৫
                স্থান : যশোর