তুমি আজ এত কাছাকাছি
এত পাশাপাশি
দুদিন পর হয়তো হয়ে যাবে পর
দূর আকাশে কেটে যাওয়া
ঘুড়ির সুতোর মতন।
সাঁঝের বাতি নিভু নিভু করে
সুদূরে মিশে যাওয়া ঘন কুয়াশার
            - চাদরের মতন।
এত কথা এত গল্প গাথা
কত ভালোবাসা
হাতে হাত চোখে চোখ রেখে
গায়ে গা এলিয়ে বসা
সবই বাস্তবতার স্বপ্ন দেখে।
দুটি হৃদয় প্রেমিক মন। যদি-
হঠাৎ দমকা হাওয়া এসে
ভেঙে দেয় সব পাখিদের বাসা!
ছিড়ে ছিন্নভিন্ন করে দেয়
এক পবিত্র প্রেমের চুক্তিপত্র !


রচনাকাল : ১৭/০৩/২০১৯
রচনার সময় : ৮ : ১১ মিনিট (রাত) > যশোর বেজপাড়া।
প্রকাশকাল :২৮/০৩/২০১৯ > যশোর বেজপাড়া।