“সোনামনির পুতুল”
    রিপন রায়

সোনামনির পুতুল নাচে
বাজে বোদ্দের ঢোল।
কলাতলায় ব্যাং নাচে
সুধির মেখে ঘোল।
ফড়িং নাচে এক পায়ে
ফিঙে আবোল-তাবোল।।


রচনাকাল : ০৮/০২/২০১৫
রচনার সময় :
প্রকাশকাল :১২/০৩/২০১৯ > যশোর বেজপাড়া।