তুমি যাবার আগে
কিছু বলে গেলে না
দিয়ে গেলে শুধু অপবাদ
হয়তো অধিক ভালবাসাতে
ছিল একটু অপরাধ ।।
দুটি মন মিশে ছিল
একটি প্রেমের ভাষাতে
আমার এ জীবন দিতে পারি
তোমার চোখের জলটুকু বাঁচাতে ।
তবু তুমি বুঝতে পারনি
চিনতে পারনি এই আমাকে
একটু চেয়ে দেখলে না এক নজর
কত ভালবাসি তোমাকে ।।
নিশিরাতের গানগুলো কবিতার প্রহর
পারবে না তোমাকে আগের মতো জাগাতে।
পারবে কি তুমি দূরে থেকে
আমার একটু অভিমান ভাঙাতে ?
তবে কেনো ছিলো এত আয়োজন
দূরে সরে আমাকে কাঁদাতে।।
যদি হয়ে থাকে কোনো অপরাধ
ক্ষমা করে দিও
পৃথিবীতে আর যদি নাইবা থাকি
সমাধিতে একটি ফুল দিও।
.......(অসমাপ্ত )
রচনাকাল : ১১/০৩/২০১৯
রচনার সময় : ০২ : ২৪ মিনিট (দুপুর) > যশোর বেজপাড়া।
প্রকাশকাল :২১/০৩/২০১৯ > যশোর বেজপাড়া।