ফোনে বিরক্তিকর এস.এম.এস প্রতিরোধে আমার এ নামহীন কবিতা.........
সকল মুঠোফোন বন্ধুদের জন্য উন্মুক্ত..........আজই এই কবিতাটি এস.এম.এস আকারে লিখে পাঠিয়ে দিন সেই সকল দুরাচারি এস.এম.এসকারীদের ফোনে.....দেখবেন আপনাকে মনের ভুলেও কখনও এস.এম.এস করবেনা Promise.
হে প্রাণ পুরুষ/পুরুষী আমার
তুমি মাতাল বংশের আদি পুরুষ/পুরুষী
সখি শিলাদিত্যে ষোড়শী।
না জানি তোমার নাম ধাম-জন্মক্ষণ
আমি লজ্জা পাই-
দেখে তোমার আভরণ।
অযথা অকারণ করেছ এস.এম.এস
ইনবক্স ভরেছে অপসঙস্কৃতির আস্তরণ।
ওগো ছোয়াছে ওগো দুর্লক্ষণা
না জানি তোমার নিড়াঞ্চল আর আদি নিবাস
তোমার সব মঙ্গলেরে ভেদ করে
অমঙ্গলেতে বসবাস।
হে প্রাণ পুরুষ আমার-
তোমার ওই মিষ্টি মুখের দুষ্টু হাসি
আমিতো নই তোমার ভাগ্য রাশি
শুধু এটুকুই বলতে পারি-
তুমি হও কাশিবাশি।