স্মৃতির পাতায় পাতায় ধরেছে গুমোট ।
রিপন রায়
কত ফুল জমা হয়ে আছে আজ
শুকিয়ে গেছে কত বকুল ফুলের মালা
বাতাসে বাতাসে সুরভি গন্ধ ছড়ায় না আজ
বৃষ্টি স্নাত গোলাপ, টগর, রজনীগন্ধা ।
বসন্তে ডাকে না সুরেলা কণ্ঠে কোকিল
জোয়ারে পড়েছে জনমের ভাঁটা
হরিণের মায়াবী টানা টানা চোখ
ধরেছে আকাশ নীল বর্ণ।
সাত সমুদ্র তেরো নদীর ওপারে
শত আশা নিরাশার মাঝে
যত চাওয়া পাওয়া ছিল লেশমাত্র
তার সবই আজ স্বপ্নের মতো ।
শ্রীনদীর বুকে আজ জেগে ওঠে চর
শ্মশানে মেলা বসে উৎসবের আমেজ যত
আজ তার নেই কোনো জনকোলাহল।
ঢেউয়ে ঢেউয়ে ভেসে গেছে সোনা মুখ
বাঁশির সুরে ভেসে আসে বিষাদের সুখ
স্মৃতির পাতায় পাতায় ধরেছে গুমোট ।
দৃষ্টির আড়ালে চলে গেছো বহুদূর
নূপুরের শব্দ ধ্বনিত হয় না অশোকের বনে
গায়ের মেঠো পথে পড়ে না তোমার পায়ের ছাপ
নতুনের শোভা তোমার আজ অন্য কোথাও
দোলনচাপা বেলি চুলের খোপায় গেঁথে
মাধববীলতা গন্ধ ছড়ায় রোজ তোমার আঙিনায়
জলচৌকি সঙ্গীহীন আমি চাঁদনি পসরায়।
রচনাকাল: ১৭/১১/২০১৯