যদি এক পশলা বৃষ্টি নামে
ওই গোধূলি লগনে
মেহেদী রাঙানো হাতটি ধরে
হাটি হাটি পা পা করে
ঘুরে বেড়াতাম তুমি আর আমি
ঝাউবনের পথটি চিনে।
ওগো প্রিয়া তুমি কি
ভুলে গেছো!
সেই বকুল কুড়ানো দিনের কথা
শাপলার বিলে শাপলার জলে
জোছনার সাথে যত খেলা
মাধবীলতার মন মাতানো গন্ধে
সারাটিক্ষণ কেটে যেত
তোমার-আমার
এ বেলা আর ও বেলা।
যদি হঠাৎ আবার মনে পড়ে যায়
সেই চেনা সুর
যাই গাইতাম।
এক বিকেল বেলা কোনো এক পথের ধারে
সেই পুরনো ভাষা
যা শুনতাম ।
দুটি চোখের কোণে বৃষ্টি নামে
আঁখি ঝর ঝর
জানি তুমি আসবেনা
আসবেনা ফিরে আর
তবে কেন স্মৃতিরা আজ ডেকে যায়
আমাকে বারে বার ডেকে যায়
স্মৃতির পাতায়
স্মৃতির জানালায়
উঁকি দিয়ে উঁকি দিয়ে ।
রচনার তারিখ: ১৮/০৭/২০১৯
প্রকাশকাল: ২৩/০৭/২০১৯